সাংগঠনিক কাঠামো
আর্মি মেডিকেল কলেজ (ব্যাচ প্রতি সর্বোচ্চ ১০০ জন শিক্ষার্থীর জন্য)
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডব্লিউটি) কর্তৃক পরিচালিত আর্মি মেডিকেল কলেজসমূহের সাংগঠনিক কাঠামো বিএমএন্ডডিসি এর Criteria and Standard of BM&DC for Recognizing Medical Colleges March, 2009 কে বিবেচনায় নিয়ে সরকার স্বীকৃত দেশের বিভিন্ন সুপরিচিত মেডিকেল কলেজে বিদ্যমান সাংগঠনিক কাঠামো ও আর্মি মেডিকেল কলেজসমূহের আর্থিক সংগতির সাথে সামঞ্জস্যতা রেখে প্রস্তুত করা হলো। কলেজসমূহের অবকাঠামোগত অবস্থা, প্রাতিষ্ঠানিক প্রয়োজন ও আর্থিক সক্ষমতা এবং প্রতি ব্যাচে শিক্ষার্থী সংখ্যার অনুপাত বিবেচনায় নিয়োগকারী কর্তৃপক্ষ ধাপে ধাপে জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবেন। কোন স্থায়ী শূন্য পদ বা নতুন পদে যে কোন নিয়োগের ক্ষেত্রে এডব্লিউটি, এডুকেশন ডিভিশন এর প্রাক অনুমতি গ্রহণ করতে হবে।