সাধারণ নির্দেশিকা (শিক্ষক)
প্রার্থীগণকে নিম্নে উল্লেখিত ক্রমানুসারে কাগজপত্রাদি প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো:
১. ব্যাংক ড্রাফট/পে-অর্ডার-এর মূল কপি;
২. নির্ধারিত পদের জন্য ”সভাপতি” বরার দরখাস্ত;
৩. ওয়েবসাইট থেকে ডাউলোডকৃত আবেদন ফরম;
৪. এমফিল/পিএইচডি/এফসিপিএস সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে);
৫. বিএমডিসি সার্টিফিকেট;
৬. এমবিবিএস সার্টিফিকেট’
৭. ইন্টার্নশীপ সার্টিফিকেট;
৮. এইচএসসি সার্টিফিকেট;
৯. এসএসসি সার্টিফিকেট;
১০. জাতীয় পরিচয়পত্র;
১১. ছবি (৩ কপি)।
উল্লেখিত সকল কাগজপত্রাদিসহ অতিরিক্ত আরো দুই (০২) কপি ফটোকপি করতঃ সর্বমোট তিন (০৩) সেট একটি খামের ভিতর দিতে হবে। খামের উপর ০১টি মাত্র পদের নাম (যেমন: প্রভাষক (ফার্মাকোলজি বিভাগ) উল্লেখ করে খামের বাম পাশে প্রার্থীর নাম, ডান পাশে ”সভাপতি” নিয়োগ কমিটি, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম’ বরাবর ডাক/কুরিয়ার করে প্রেরণ করতে হবে।
* প্রার্থীকে অবশ্যই উপরোল্লেখিত ক্রমানুসরণ করতে হবে।
* বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তাবলী ভালোভাবে পড়ে আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
* শর্তাবলী/নির্দেশনা না মেনে আবেদন করলে আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।