আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হল মহান স্বাধীনতা দিবস-
যাঁদের আত্মত্যাগে স্বাধীন এই ভূখণ্ড, সেই সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে আর্মি মেডিকেল কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল মহান স্বাধীনতা দিবস ২০২৫।
অনুষ্ঠান শুরু হয় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বানী পাঠ করেন শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা মহাজন।এরপর পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন অধ্যাপক ডা.ইকরাম উল্লাহ খান, অধ্যাপক ডা.শৈবাল বড়ুয়া,প্রতিষ্ঠানের উপাধ্যাক্ষ, অধ্যক্ষ ও সিইও মহোদয়। বক্তারা মহান স্বাধীনতা দিবসের পটভূমি,শহীদদের আত্মত্যাগ এবং তাঁদের স্মৃতি হৃদয়ে ধারণপূর্বক আগামীর সুখী,সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।



