২৫ শে মার্চ আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হল জাতীয় গণহত্যা দিবস
১৯৭১ এর অগ্নিঝরা এই দিনে বাঙ্গালী জাতির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি।
দিনটি স্মরণ করার প্রয়াসে প্রতিবারের মত এবারো আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামে আয়োজিত হল জাতীয় গণহত্যা দিবস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনজুরুল আলম।তিনি যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন।তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত সিইও এবং অধ্যক্ষ।তারা জাতীয় ও সামাজিক জীবনে মুক্তিযুদ্ধের চেতনা,তার প্রেক্ষিতে ২৪ এর গণঅভ্যুত্থান বিষয়ে আলোকপাত করেন।আয়োজনের শেষাংশে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেন।

