প্রয়াত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং স্মরণসভা,,
জানাজার নামাজঃ
১৪ জানুয়ারি ২০২৫, আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রামের সর্বজনপ্রিয় প্রয়াত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফির প্রথম জানাজার নামাজ চট্টগ্রাম সেনানিবাসের জসিম হলে অনুষ্ঠিত হয়। সেনানিবাসের বিভিন্ন ইউনিটের সামরিক কর্মকর্তাবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন এবং গভীর শ্রদ্ধা নিবেদন করেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

অদ্য ১৫ ই জানুয়ারি,২০২৫ তারিখে,মাননীয় সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে প্রয়াত অধ্যক্ষ স্যারের দ্বিতীয় জানাযার নামায বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।জানাজায় আরো উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার,চট্টগ্রাম এরিয়া এবং চেয়ারম্যান,গভর্নিং বডি,আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম,প্রাক্তন কমান্ড্যান্ট চট্রগ্রাম সিএমএইচ, প্রাক্তন অধ্যক্ষ এএমসিসিসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, সৈনিকসহ অনেক সাধারণ মুসল্লি।জানাযার নামাজের পর সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।পরবর্তীতে বনানি সামরিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি সভাঃ

১৫ জানুয়ারি ২০২৫, কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় এক আবেগঘন স্মরণসভা, যেখানে প্রয়াত অধ্যক্ষের কর্মময় জীবন, দূরদর্শী নেতৃত্ব, এবং কলেজের উন্নয়নে তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সকাল ১১টায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী শামিম পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তিলাওয়াত শেষে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর, অনুষ্ঠানের সঞ্চালক কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. তানভীর আহমেদ প্রয়াত অধ্যক্ষ মহোদয়ের কর্মময় জীবনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন।
এএমসিসির শিক্ষার্থীদের পক্ষ থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থী সিফাত আরা মীম প্রয়াত স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্মৃতিচারণ করেন। ফ্যাকাল্টি মেম্বারগনের পক্ষ থেকে এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার চক্রবর্তী স্যার, গাইনী ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা.সীমা ভট্টাচার্য ম্যাডাম এবং কর্মকর্তাদের পক্ষ থেকে কলেজ সেক্রেটারি মো: আরিফ উল্লাহ অত্যন্ত আবেগঘন বক্তব্য প্রদান করেন। সকলে স্যারের নেতৃত্ব, উদার মনোভাব এবং মানবিক গুণাবলীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।




সমাপনি বক্তব্যঃ
সম্মানিত চীফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আলীম তরফদার স্যার এসজিপি,পিবিজিএম,এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি (অবঃ) প্রয়াত অধ্যক্ষ মহোদয়ের জীবন ও আদর্শকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। প্রতিটি বক্তব্যে উঠে আসে স্যারের প্রতি ভালোবাসা ও তাঁর শূন্যতার গভীর অনুভূতি।
দোয়া মাহফিলঃ
স্মরণ সভার শেষে চট্টগ্রাম সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর মরহুম অধ্যক্ষ মহোদয়ের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত মাহফিলে চীফ এক্সিকিউটিভ অফিসার, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব, যিনি অল্প সময়েই তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে সবার অন্তরে স্থান করে নিয়েছিলেন। তাঁর অবদান ও নেতৃত্ব আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।আমরা মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে বিনম্র প্রার্থনা জানাই, তিনি যেন এই মহৎপ্রাণ মানুষটির বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য্য দান করেন।সকলের প্রতি আন্তরিক আহ্বান, স্যার যেন চিরকাল আমাদের দোয়া,গভীর শ্রদ্ধা এবং ভালোবাসায় অমর হয়ে থাকেন এই কামনা করি।আমীন।